পর্ব ১০

591 32 6
                                    

#অপরিণত_নিকাহনামা
লেখনীতে, #AbiarMaria

#১০

আসিফকে ক্লাসে প্রবেশ করতে দেখে ওর বন্ধু মহলের ছেলেরা হৈহৈ করে ওঠে।আসিফ এসে সবার সাথে হাত মিলিয়ে নিজস্ব স্টাইলে কাঁধ মেলায়।এসময় মুন্না ওর হাতের আংটি দেখে বলে,
"ঐ তোর হাতে কি রে?"
আসিফ ঠোঁটে হাসি ফুটিয়ে চোখ ঘুরিয়ে বলে,
"মাম্মা!বাপে তো এনগেজমেন্ট করায় দিসে!"
সবাই একসাথে "ও ও ও ও ও" করে চিৎকার করে ওঠে।আশেপাশের অন্যান্য ছেলে মেয়েরা ওদের দিকে ঘুরে ঘুরে তাকায়।কয়েকজন,বিশেষ করে মেয়েরা আগ্রহ নিয়ে আসিফের কাছে আসে।কয়েকজন আংটির দিকে এমনভাবে তাকায় যেনো জীবনে কোনো ছেলেকে স্বর্ণের আংটি পরিহিত অবস্থায় দেখেনি।অবশ্য এরকম আচরণের কারণটা স্বর্ণের আংটি নয়,বরং কোনো কলেজ পড়ুয়া ছেলেকে তারা কখনো আংটি পরে এনগেজমেন্ট এর ঘোষণা দিতে দেখেনি।মেয়েরা আংটি আর প্রিয়ন্তির ছবি নিয়ে ব্যস্ত থাকলেও ছেলেরা সবাই হৈহৈ করতে শুরু করে ওর গল্প শোনার জন্য। সবাইকে যখন আসিফ সবেমাত্র বলতে শুরু করেছে,তখন দেখতে পায় ধ্রুবকে।

আসিফের মতো ধ্রুবও ফর্সা তবে ওর থেকে দুই ইঞ্চি ছোট।সামনের চুলে একমাস আগে রঙ দিয়েছিল।ওদের ক্যামেস্ট্রি স্যার ধরে সবার সামনে চুল কেটে দিয়েছিল।খুব ঝামেলার পর ধ্রুব কলেজে চুল ট্রিম করে বাস্কেটবল ক্যাপ পরে আসত।এখন আবার চুল গুলো সামনে থেকে বেশ বেড়ে উঠেছে,আর সেটা দেখানোর জন্য সে প্রতিদিন জেল মেখে চুল গুলোকে দাঁড় করিয়ে রাখে।আজও এর ব্যতিক্রম হয়নি।কাঁধের একপাশে ব্যাগ ঝুলিয়ে ধ্রুব দুই পাশের দুই বন্ধুর সাথে আসিফ মুচকি হাসে।ধ্রুবকে এই আংটি না দেখালে দিনটাই বৃথা হয়ে যাবে।সে সুন্দর করে ধ্রুবর দিকে এগিয়ে যায়।ধ্রুব মাত্র তার নির্দিষ্ট করে রাখা বেঞ্চের টেবিলে ব্যাগ রেখে এক পা মাটিতে রেখে টেবিলে বসেছে।ধ্রুবর কাছে আসিফ গিয়ে বলে,
"দোস্ত,দেখ!"
ধ্রুব বিরক্ত হয়ে বলে,
"কি দেখব?"
"এই যে দেখ দেখ,আমার হাতে আংটি।গতকাল প্রিয়ন্তির সাথে এনগেজমেন্ট হয়ে গেল!সুন্দর না আংটিটা?"

ধ্রুব চোয়াল শক্ত করে রেখেছে।এর মাঝে যে ওর রাগ মাথায় চড়ে বসেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।আসিফ আগুনে আরেকটু ঘি ঢাললো,
"বুঝলি,প্রিয়ন্তির বাবা আমাকে দেখেই পছন্দ করে ফেলেছে।উনাদের সবার মতে,প্রিয়ন্তির সাথে আমার চাইতে বেস্ট ম্যাচ আর হতেই পারে না! শেষ পর্যন্ত আমিই ওকে পেলাম।কেন জানিস? Cause I'm a winner,not loser!"

অপরিণত নিকাহনামা (Complete)Where stories live. Discover now