পর্ব ১৬

549 25 11
                                    

#অপরিণত_নিকাহনামা
লেখনীতে, #AbiarMaria

#১৬

আমীর খুব ভালোভাবে জানে যে এখন তার পিঠে ধুমধাম পড়বে,তাই চিৎকার করেই ঘর থেকে এক দৌড়ে সে পালিয়ে গেল।প্রিয়ন্তি লজ্জা আর ভয়ে এক দৌড়ে আসিফের ঘরের পাশের ওয়াশরুমে ঢুকে গেল।আর আসিফ ঘরের মাঝখানে বোকা হয়ে দাঁড়িয়ে আছে।যদি এখন ওদের কারো বাবা মা এসে কিছু জিজ্ঞাসা করে? তখন ও কি জবাব দিবে?রাগে মন চাচ্ছে আমীরকে মাথার উপর তুলে একটা আছাড় দিতে।এরকম পাঁজি ভাই কারো জীবনে থাকা  উচিত না।মেরে ফেলা উচিত এরকম পিচ্চিগুলো, স্ট্রেইট মেরে ফেলা উচিত! আসিফ কিভাবে ছোট ভাইকে টাইট দিবে,সেই প্ল্যান করতে থাকে।

ওদিকে প্রিয়ন্তি ওয়াশরুমে ঢুকে লজ্জায় লাল হয়ে গেছে।এরকম দুষ্ট দেবর কখনো হয় কারো?বিয়ে হলে ওদের এক সাথে শুয়ে থাকতে দেখলে তখন এই ছেলে কি করত?ভাবতেই প্রিয়ন্তির কান লাল হয়ে গেছে।কানে হুট করে টিইইইইইইইই করে কেমন আওয়াজ শুনতে পাচ্ছে,মাথাটা ঘুরছে।ভয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো।নাহ বাবা,এই বাসায় এসে খুব সাবধানে থাকতে হবে।তানাহলে কে কখন ইজ্জত টেনে নিয়ে যায় কে জানে! এমনিতেই সে নতুন বউ,তার উপর এইসব বেইজ্জতি কাজ কারবার।সবাই ভাববে,কি বেশরম মেয়ে একটা! ছি ছি ছি!

আসিফ আর প্রিয়ন্তির ভাগ্য ভালো,আমীরের চিৎকার সবার কানে ঠিকভাবে যায়নি,কিংবা তারা নেয়নি।কিছুক্ষণ পর সবাই যখন খাবার খেতে বসলো,তখন আসিফ আর প্রিয়ন্তি বুঝতে পারলো। তবুও দুজন বেশ দূরে দূরে সরে ছিল সবার কাছ থেকে।কে জানে,কখন আবার কে কি বলে বসে!

খেতে বসল প্রথমে সব পুরুষরা।আসিফের মা খাবার বেড়ে দিতে দিতে আসিফকে খেতে বসতে ডাকলো।আসিফ বসার পর সামনে থাকা গ্লাসে কিছু একটা লেগে আছে দেখল।ডাইনিং এ বেসিনের পাশেই প্রিয়ন্তি দাঁড়িয়ে ছিল।আসিফ প্রিয়ন্তিকে বলল,
"গ্লাসটা একটু ধুয়ে দাও না?"

প্রিয়ন্তিও স্বাভাবিকভাবেই ওর হাত থেকে গ্লাস নিল।আসিফের মা আর বাবা এমন ভাবে আসিফের দিকে তাকালো যেন ও প্রিয়ন্তিকে ধরে পিটাচ্ছে।রাফিদা ছোঁ মেরে প্রিয়ন্তির হাত থেকে গ্লাস নিয়ে ছেলেকে বললেন,
"ও মেহমান না?ওকে দিয়ে কাজ করাচ্ছিস কোন সাহসে?তোর হাত পা নাই?"
আসিফ বুঝতেই পারেনি যে ওর মা এমন করবে।প্রিয়ন্তিও ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে আছে।ইসমাইল সাহেব ছেলেকে বললেন,
"বিয়ে ঠিক হতে না হতেই বউকে খাটিয়ে নিচ্ছো?উঠে গিয়ে মায়ের হাত থেকে গ্লাস নিয়ে নিজেরটা নিজে করো।আমি যেন আমাদের বউকে অর্ডার দিতে না শুনি"
কথাগুলো আসিফের বাবা বেশ স্বাভাবিকভাবে বললেও আসিফ একটা ঢোক গিললো ভয়ে।ওর হবু শ্বশুর শাশুড়ী ওর দিকে তাকিয়ে আছে।ওর বাবা তাদের ব্যস্ত করার জন্য বললো,
"বেয়াই,আগে পোলাওটা নেন।আপনার ভাবির পোলাওটা খুব ভালো হয়।এবারের চাল গুলো খুব ভালো পড়ছে বুঝলেন!"

অপরিণত নিকাহনামা (Complete)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin