#অপরিণত_নিকাহনামা
লেখনীতে, #AbiarMaria#৭
প্রিয়ন্তির বাবা বাইরে শোরগোল শুনে মেয়েকে শান্ত থাকতে বলে উঠে যায়।তিনি নিশ্চিত,সবাই এখন বিয়েটাই ভেঙে দেয়ার কথা বলবে।অথচ এটা আদৌ সম্ভব না।বিয়ে ভেঙে দিলে শুধু যে তার মেয়ের বদনাম হবে তাই না,ভবিষ্যতে ওদেরও ভুল করার সম্ভাবনা প্রকট।চিন্তিত মুখে রাব্বানী সাহেব মেয়ের ঘর ছেড়ে বের হন।বাবাকে বেরিয়ে যেতে দেখেই প্রিয়ন্তি চোখ মুছে।ফোন নিয়ে আসিফের নাম্বারে ডায়াল করে।কেন আসিফ এই কাজটা করল এর উত্তর চাই।আগে তো কখনো শুনেনি ওর ডিফেন্সে চাকরির ব্যাপারে আগ্রহ আছে!তবে আজই কেন?
ওদিকে রাব্বানী সাহেব দেখেন তার বড় ভাবী তার স্ত্রীর সাথে মুখ লাল করে তর্ক করছেন।রাব্বানী সাহেবকে দেখে স্বাস্থ্যবান শরীরকে কষ্টে টেনে নিয়ে আসেন।তার একমাত্র দেবরের সাথে বোঝাপড়া করা প্রয়োজন।
"কিরে!তোরা সবাই মিল্লা আমার ভাতিজির জীবনডা নিয়া খেলতাছস কেন?"
"ভাবী,কোথায় খেললাম?"
"এক পুচকা পোলার লগে ওর বিয়া ঠিক করলি।এহন আবার শুনতাছি খালি আংটি পরাইব!লো,তোরা কি তামাশা করতাছস আমার ভাতিজিরে নিয়া?"
"ভাবী,ছেলের সামনে ঝামেলা হবে এজন্য বিয়ে পিছিয়ে আপাতত শুধু আংটি বদল হবে,আর কিছু না।তবে ওর মিলিটারিতে চাকরি না হলে আগামী বছরেই বিয়ে হবে!"
"দেখ!এইসব আংটি পরানির ব্যাপার স্যাপার আমি বুঝি।যদি শুরুরতেই আংটি পরাইব কইত,তাইলে আমরাও বুঝতাম পোলার বাপ মা কথা রাখতাছে।কিন্তু শুরু করছেই বিয়া দিয়া!এখন আংটি পরানির কথা কেমনে কয় তারা,হ্যাঁ?!"
"ভাবী শান্ত হোন আপনি।বসেন এইখানে।এই,পানির গ্লাসটা দাও তো!"ওদিকে প্রিয়ন্তির তৃতীয়বার রিঙ বাজার পর আসিফ কল রিসিভ করল।আর প্রিয়ন্তিও আসিফের কন্ঠ শোনার সাথে সাথেই গালি তুবড়ি ছুটিয়ে দিল!আসিফ কিছুক্ষণ ঐ পাশে স্থির হয়ে ফোন হাতে দাঁড়িয়ে থাকে।ওর সন্দেহ হতে থাকে,প্রিয়ন্তিই কল।করেছে তো?নাকি অন্য কেউ?কিন্তু কন্ঠ শুনে তো প্রিয়ন্তিই মনে হচ্ছে!ওদিকে প্রিয়ন্তির গালাগালির ভাণ্ডার কিছুটা খালি হলে আসিফ বলে,
"আমি টয়লেটে ছিলাম!এজন্য এত গালি দিচ্ছো কেন!"
"ঐ চিকা,তুই কোথায় মরছিস তা আমি শুনতে চেয়েছি?তুই আমাকে শুধু বল,কবে তোর ডিফেন্সে চাকরির শখ জাগলো,হ্যাঁ?! কবে?বিয়ের আগের দিন তুই মিথ্যা বলার,উছিলা খুঁজে বের করার আর কিছু পাস নি?"
"দেখো প্রিয়ন্তি,তুই তুকারি করবে না!একেবারে তুই তুকারি করবে না!আমি যে ডিফেন্সে জয়েন করতে চাই এটা তোমাকে বলিনি তার মানে নিশ্চয়ই এই না যে আমি চাকরি করতে চাই না!"
"তুই সব মিথ্যা বলতেছিস।আমি ভালো মতো জানি তুই এগুলো একটাও সত্যি বলিসনি। তানাহলে আমি জানতাম না?!"
"তোমাকে কি আমার সব কথা বলেছি নাকি যে জানবা?অনেক কিছুই আছে যে তুমি জানো না।তার মানে তো আর সেসব মিথ্যে হয়ে যায়নি!"
"ওরে বাবা!আমি আর কি জানি না বল?তোর নিশ্চয়ই নতুন গার্লফ্রেন্ড জুটেছে?এজন্যই এরকম উড়াউড়ি করছিস তুই!তুই কিন্তু ভুলে যাস না,পিপীলিকার পাখা গজায় মরিবার তরে!"
"প্রিয়ন্তি,আমি শেষবারের মতো বলছি,সম্মান দিয়ে কথা বলো।আমি তোমার বড়!এরকম তুই তুকারি করবে না আর আমার নামে মিথ্যা অপবাদ দিবে না!"
ESTÁS LEYENDO
অপরিণত নিকাহনামা (Complete)
Romanceআসিফের সামনে বিয়ে।বাবার চড় খাওয়ার পর বিয়েতে মানা করার আর কোন উপায়ও নেই।বাবাকে নানাভাবে চেষ্টা করেও এই বিয়ে থামানো যাচ্ছে না। কেন বিয়ে থামাতে হবে?বিয়ে তো আসিফের ছয় মাসের প্রেমিকা প্রিয়ন্তির সাথেই।তবে কেন আসিফ এই বিয়ে ভাঙার চেষ্টা করছে? কারণ প্রিয়ন্তি...