পর্ব ৩৩

418 32 14
                                    

#অপরিণত_নিকাহনামা
লেখা-  #AbiarMaria

#৩৩

দেখতে দেখতে প্রিয়ান্তির এসএসসি পরীক্ষা সামনে চলে আসলো। আর মাত্র এক সপ্তাহ বাকি। প্রিয়ন্তি খুব চিন্তায় আছে এখন এই মুহূর্তে কি করবে? কয়েক দিন ধরে প্রিয়ন্তীর আসিফের কথা খুব বেশি মনে পড়ছে। পরীক্ষার আগে ওর মনে হচ্ছে, একবার যদি আসিফের সাথে কোন ভাবে দেখা করা যেত!  কিন্তু প্রিয়ন্তী চাইলেও সেটা সম্ভব না। কারণ আসিফ জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে কোন ছুটি পাবে না। হয়তোবা যখন পহেলা বৈশাখ হবে, সে সময় একটা ছুটি মিলতে পারে, প্রথমবারের মতো সে বাড়িতে আসবে। এ ছাড়া এর আগে তার আর কোনো ছুটি পাওয়ার কোন সম্ভাবনা নেই। এসব শুনে প্রিয়ন্তীর মন খারাপ হয়ে গিয়েছে। নিজেকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারছে না, খুব অস্থির লাগছে। আসিফের সাথে দেখা হলো ওর পরীক্ষাটা হয়ত একটু ভালো হবে, পড়ালেখাতে একটু মন বসবে। আসিফকে চোখের সামনে দেখলে হয়তো মনে হবে, হ্যাঁ আসিফ ঠিক আছে,সেই আগের আসিফই আছে, বদলে যায়নি!

পরীক্ষার তিনদিন আগে এক বিকেলে ওর খুব ক্লান্ত লাগায় একটু ঘুমিয়ে নেয়ার জন্য বিছানায় শরীর এলিয়ে দিল। নিজেকে নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমের রাজ্যে হারিয়ে গেছে, সে খেয়াল ওর নেই। ঘুম ভাঙলো ফোনের রিংটোন শুনে। বিখ্যাত নোকিয়া টিউন শুনে প্রিয়ন্তি কোনোমতে চোখে মেলে চাইলো। ফোনের স্ক্রিনে আসিফের নাম। চোখ বন্ধ করেই ফোন কানে ঠেকিয়ে বলল,
"হ্যালো আসসালামু আলাইকুম?"
ওপাশ থেকে আসিফের কন্ঠ শুনতে পেল,
"ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? ঘুমাচ্ছো নাকি এ সময়?"
প্রিয়ন্তি ঘুমঘুম গলায় বলল,
"হুম, ঘুমাচ্ছিলাম"
"এই সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছো যে? শরীর খারাপ?"
"না, বসে বসে পড়তে পড়তে টায়ার্ড লাগছিল। তুমি কোথায়?"
"আমি? গেস করো তো আমি কোথায়?
"কি গেস করব? তুমি ট্রেনিং সেন্টারে"
"না হলো না"
"তাহলে কোথায়?"
"আমি তোমার বাসার সামনে, দরজা খোলো!"
প্রিয়ন্তি ঘুম থেকে লাফিয়ে উঠল।
"আমার সাথে মজা করছো? দেখো, মজা করলে কিন্তু ভালো হবে না!"
"আগে দরজা তো খোলো! তারপর দেখো মজা করছি কিনা!"

অপরিণত নিকাহনামা (Complete)Where stories live. Discover now