পর্ব ২৭

367 29 5
                                    

#অপরিণত_নিকাহনামা
লেখা #AbiarMaria

#২৭

আসিফের ভেতরকার ভয়ের প্রভাব ও নিজের চেহারায় পড়তে দিল না। ও জানেনা ওর বাবা মা ভবিষ্যতে সত্যিই কি বাগদান ভেঙে দেবে কিনা, কিন্তু এটুকু বুঝতে পারছে, ওদের ভালোবাসার পথটা এখনও বন্ধুরই রয়ে গেছে। যতই আংটি পড়িয়ে বিয়ের ব্যাপার পাকা করা হোক, আসলে আগের মতোই ভঙ্গুর রয়ে গেছে। আসিফ ঠান্ডা মাথা রাখার সিদ্ধান্ত নেয়। মাথা নাড়িয়ে বলে,
"দেখো, এত চিন্তা করতে হবে না তোমার। আমাদের মাঝে যত তুলনাই হোক না কেন, আমি জানি তোমার কোনো রিপ্লেসমেন্ট নেই। তোমার বদলে আর কারও সাথে আমার বিয়ে শাদী সম্ভব না। তাছাড়া তুমি আর আমি কি কোনো পণ্য নাকি যে আমাদের কেনা বেচার সময় মাপামাপি করবে? কার কোয়ালিটি কম, কার বেশি, এসব তো এরেঞ্জ ম্যারেজে করে! আমাদের ক্ষেত্রে বললেই হবে নাকি এসব? আর আমি অফিসার হচ্ছি কি এসব ফালতু কথা সহ্য করার জন্য?  আমাকে তোমার ব্যাপারে এসব কেউ বললেই আমি পিছাবো কেন?"

প্রিয়ন্তি চুপ করে আছে।আসি আবারও বলতে শুরু করে,
"আর কে বলল তুমি আমার বউ না? আমি তো তোমাকে কবেই মনে মনে বিয়ে করে ফেলেছি!"
প্রিয়ন্তি আসিফের মুখের দিকে তাকিয়ে কেঁদে ফেলল। আসিফ ওর হাত ধরে বিছানায় গাল ঠেকিয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। ইচ্ছে করছে প্রিয়ন্তিকে সব ভালোবাসা উজাড় করে দিয়ে বলে, কেঁদো না,আমি আছি, আমি থাকব!

আসিফ ওর দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে বলল,
"শোনো, তোমাকে অনেক শক্ত হতে হবে। একজন আর্মির স্ত্রীও একজন আর্মি। একজন ফাইটারের ওয়াইফও একজন ফাইটার। তোমার আমার প্রেম ভালোবাসা আর ব্যক্তিগত জীবনের আগে আসবে আমাদের দেশের স্বার্থ। অনেক সেক্রিফাইসই করতে হবে। তবে এসবের আগে তোমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে। তোমার ফোকাস নিজের দিক থেকে সরে যাচ্ছে!"
"মানে?!"
"মানে হচ্ছে গত বছর আমাদের বিয়ে ঠিক হওয়ার পর থেকে তোমার সব চিন্তা আমাকে নিয়ে। আমার কি হলো, আমি কি খাচ্ছি, আমি করছি, আমার পরীক্ষা কেমন হচ্ছে, আমার চাকরি হলো কিনা, এস্ন নিয়ে শুধু ভাবো। অথচ এদিকে তুমি যে মেরিট পজিশন থেকে সরে গেছ, সেখবর যেন তোমার নেইই! সারাক্ষণ আমাদের বিয়ে হলো না কেন, পেছালো কেন, কবে হবে, এসব নিয়ে ভাবছ। আয়নাতে নিজেকে দেখ! তোমার কি এখন এসব ভাবার বয়স? তোমার বয়সী মেয়েরা ডিবেট ক্লাবে দৌড়ুচ্ছে, পরীক্ষাতে টপ করছে, মেট্রিকের আগেই ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করছে! আর তুমি? কেন তোমার পড়ালেখার মান কমেছে? কারণ তুমি নিজেকে নিয়েই ভাবো না! প্রিয়ু, বিশ্বাস করো, তোমার নিজের জীবনটা শুধুই তোমার। তোমাকে তোমার একটা পরিচয় দাঁড় করাতে হবে। পড়ালেখা করবে, নিজের জীবন নিয়ে ভাববে। আমি থাকব দেশ নিয়ে, আর তুমি কি নিয়ে থাকবে? নিজের দিকে ফোকাস আনো। সব রেজাল্ট ভালো হবে। বরং তখন তোমার আমার চেয়ে অবস্থান এত উঁচুতে উঠবে যে তুমি টেনশনে পড়ে যাবা এই ভেবে, আমি আসিফ তোমার যোগ্য কিনা!"

অপরিণত নিকাহনামা (Complete)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin