একদিন যখন আমি থাকবো না আর,
ছবি গুলো রয়ে স্মৃতির মতো।
বলে দিতে পারবে কন্ঠ গুলো,
হাশি আর কষ্ঠে মাতানো সময় যতো।সেইদিন আমি এই ছবির মতো,
বেচে থাকবো কোন চিত্র হয়ে।
সময়টা সব বিলিয়ে দিবে,
শুধু থাকবে ছবি গুলো স্মৃতি হয়ে।ছবি গুলো, পারবে পুরনো দিন ফিরিয়ে নিতে,
হারান সময়গুলো রাঙিয়ে দিতে।
থাকবেনা কোন কিছুই এই পৃথিবীতে,
শুধু ছবি হয়ে থাকবো স্মৃতির মাঝে।
YOU ARE READING
কবিতার ছন্দে
Poetryসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।