কখনো কখনো ভাবি, একা হয়ে,
নিজের মনে, আগন্তুক কি নিয়ে।
কিনারায় বসে ভাবছি আমি,
বিশেষ কিছু নিয়ে।কখনো কখনো ভাবি, একা হয়ে,
এতো চিন্তা কিসের।
যা হওয়ার তা হয়েই যাবে,
চেষ্টাগুলো সব ব্যার্থ হবে।কখনো কখনো ভাবি, একা হয়ে,
জীবনে এসেছি কি নিয়ে।
যা পেয়েছি সব পরেই থাকবে,
যেদিন জীবনের ইতি ঘটবে।কখনো কখনো ভাবি, একা হয়ে,
কারো কথায় মন না দিয়ে।
নিজেকে নিয়ে ভাবার সময়,
বাধাকেও করবো বিজয়।কখনো কখনো ভাবি, একা হয়ে,
হারিয়ে যাওয়া স্মৃতি নিয়ে।
না বলা স্বপ্ন গুলো,
যেন ডাকছে পেছন থেকে।
YOU ARE READING
কবিতার ছন্দে
Poetryসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।