যতো যে দুরে যায়, পৃথিবির প্রান্ত,
কমে না কিছুই, যেন দূঃখে ভড়া রাজ্য।
সব কিছু বাড়ে, কিন্তু আয় বাড়ে না,
সব কিছু চলে, কিন্তু দিন চলে না।গাড়ি-ঘোড়া বাড়ে, কিন্তু ভিড় কমে না,
রাস্তা ঘাট বাড়ে, কিন্তু যানজট কমে না।
যানজট ঠেলে, কাজ চলে না,
ক্লাসে-ওফিসে, মাথা চলে না।জিনিসে ভেজাল কিন্তু, দাম কমে না,
চাহিদা বাড়ে, কিন্তু সরবরাহ বাড়ে না
মন যদিও চলে, কিন্তু শরীর চলে না,
এতো জঞ্জাল পেরিয়া, আগ্রহ আসে না।রাত-দিন বাড়ে কিন্তু বিদ্যুৎ থাকে না,
মাঝেমাঝে বাসায়, পানি আসে না।
গ্যাস বিল বাড়ে,কিন্তু গ্যাস থাকে না,
এইসব দেখে, মনে সহে না।যেখানে-সেখানে গেঞ্জাম বেধে যায়,
সব কিছু মিলে তালগোল পেকে যায়।
মনে আর প্রাণে সুখ আসে না,
দূঃখে ভড়া রাজ্যে, দিন চলে না।
YOU ARE READING
কবিতার ছন্দে
Poetryসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।