ঢাকাইয়া স্বাদ,আসলে যে কাকে বলে,
যেখানে ফিরে আসে বারবার,
লোকেরা, দলে দলে।
হোক সেটা কাচ্চি,আসে খাইতে লাচ্ছি,
এতো স্বাদের এই টানে,মুই ঘ্রাণে ভাসছি।মোরগ পোলাও,সাদা পোলাও,
কতো রকমের খাবার,
ভিন্ন স্বাদে,প্রকার ভেদে,
আসে ফিরে বারবার।কাবাব,টিকিয়া আছে যতো প্রকারের,
সারা বাংলায় আছে কি তবে,
এতো তারতম্য,খাবারের।যে এসে খেয়ে যায়,
মায়ায় তার পড়ে যায়,
ভালোবাসে আরেক বার,
বাসায় খাবার, নিয়া যায়।ভোর বেলা, সকালে,
মাঠা-লাবাং পাওয়া যায়,
চা দিয়া,পনির দিয়া বাখরখানি খাওয়া যায়।নল্লি-নিহারী,দিয়া রুটি খায় সকালে,
এতো,স্বাদের এই খাবার মানুষ চায় বারে-বারে।
খাবারের নেশায়,আসে কতো পাবলিক,
ঢাকাইয়া খাবার পাইলে হয়ে যায় সব ঠিক।অলিগলিতে এতো খাবারের দোকান,
রাস্তা দিয়া হাইট্টা গেলে,ভইরা যাইবে প্রান।
ঘ্রাণে ঘ্রাণে, টানে টানে পরাণ যায় ভইরা,
জামু আমি সেইখানেতে, ঘোড়ার গাড়ি চৈড়া।ভালোবাসার আরেক নাম,
ঢাকাইয়া খাবার, খাইয়া জান।
খাবার শেষে, দিল খোশে,
মিষ্টি পান,খাইয়া জান।
ESTÁS LEYENDO
কবিতার ছন্দে
Poesíaসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।