খুজে ছিলাম তাহারে,
আমার এই দুই নয়নে।
অবাক হয়ে দেখিলাম তারে,
যেন কোন হুর, নেমেছিল এই নগরে।স্বপ্নতেও যার রুপের জাদু,
স্বল্পটুকুও কমেনি।
মহান রবের কি মায়াবি সৃষ্টি,
মনেরে করিলো কাবু।চাঁদের আলোও যার সামনে মুল্যহিন,
রুপের কারিগরি যার সিমাহিন।
সেই মায়াবি রুপের রাজ কন্যা সে যে,
সৌনদর্য যার অপরিসীম।প্রথম দেখাতে হয়েছিলাম পাগল,
উন্মাদের মতো পড়েছিলাম নেশায়।
ভালবাসায় পড়েছিলাম যার,
রুপের সেই অপরিসীম মায়ায়।
VOCÊ ESTÁ LENDO
কবিতার ছন্দে
Poesiaসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।