ঐশ্বর্যশালী!

0 0 0
                                    


একটা কথা মনে রাখিবে,
কখনো কাউকে বেশি গুরুত্ব দিতে নেই।
এই যুগে, নিজ প্রয়জনে,
ব্যাবহার কারির অভাব নেই।

বেশি গুরুত্ব পেলে,
নিজেকে হারিয়ে তুলে আকাশে।
অচেনা কোন ঘ্রাণের মতো,
মিশে যায় বাতাসে।

বেশি তোষামোদি করলে,
তাদের চোখে তারা হয়ে যায় অপরিসীম।
আর বেশি গুরুত্ব দিয়ে,
তুমি হয়ে যাও মুল্যহিন।

সময় বুঝে গিরগিটীর মতো,
রঙ পালটানো এদের স্বভাব।
যেন বারংবার প্রমান করে,
এদের মধ্যে, সৎ চরিত্রের অভাব।

তাই কাউকে নিজ জীবনে,
বেশি গুরুত্ব দিতে নেই।
সময় থাকিতে নিজের মতো,
নিজ গন্তব্য বুঝে নেই।

কবিতার ছন্দেWhere stories live. Discover now