চিরণ জিবি বাংলা ভাষা!

0 0 0
                                    

ভোরের আলো এখনও পৌছায়নি।
সাড়ি সাড়ি ভাবে সংবদ্ধ হয়ে,
প্রশতুত আলোর বাহিনী।
ঘড়ির কাটা বারো ঘটিকায় আসার অপেক্ষায়,
শৈনিকেরা দারিয়ে,নিঝুম পাহারায়।

অবশেষে ঘড়ির কাটা,বাড়োটায় এসে পৌছালো।
অপেক্ষাকৃত ভাষা প্রেমিকেরা,
আলোরপথে এগোতে শুরু করলো।

পরনে কালো পোষাক জুতা নেই পায়ে,
নানাজাতের ফুলেরতোড়া হাতে নিয়ে,
এগোচ্ছে তারা,ভাষার সেই মহান বাণি গেয়ে।

দীর্ঘ এই চিরচেনা পথে,মৌমাছির মতো,
বিশ্রাম বিহিত,লোকসমাগম হেটেই চলেছে,
মনে রয়েছে সাহস,আর গৌরবের ইতিহাসের স্মৃতি।
সেই স্মৃতি আর শ্রধ্যায় লিপ্ত,ভাষা প্রেমিকেরা,
আত্নত্যাগি স্মৃতিকে স্বরণ করে যাচ্ছে।

রক্তের বিনিময় অর্জিত এই ভাষা,
যেন অন্ধকারে আশার আলো ছড়াচ্ছে।
সালাম জানাই সেই ভাষা শহীদদের প্রতি,
যারা এই ভাষার মর্যাদা অক্ষুন্ন রেখেছে।

বাংলা আমার মাতৃভাষা,বাংলা মোর গর্ভ।
বাংলা আমার স্মৃতিচরণ,
বাংলায় আমার জন্ম।

কবিতার ছন্দেDonde viven las historias. Descúbrelo ahora