আজ সময়টা কেন যেন অদ্ভুতুড়ে লাগছে,
যেন দিবা রাত্রি আজ ক্লান্তিকর যাচ্ছে।
কেন যেন সময় আজ স্বল্পক্ষণের,
শুরু আর শেষের মাঝে পার্থক্য কমে যাচ্ছে।আজ কেন সময় মূল্যহীন,
প্রানের নগর যেন প্রানবিহীন।
সময়ের ভাবমূর্তি আজ খুবই প্রলীন,
প্রান হারা হচ্ছে প্রতিদিন।কেন যেন আজ কারো কাছে সময়ও নেই,
ব্যাস্ত প্রাচীরে আজ মাথা গুজার।
ব্যাস্ত এই নগরীতে টিকে থাকার জন্য,
নিজের সরবস্ত করলো উজাড়।তবুও যেন ঠাই নেই, নিজের মাঝে,
দিশেহারা হয়ে আছে আপন বনে।
ক্ষমাহীন এই নগরীর রিতি মেনে,
কেন আজ মনোহারী হয়েছে আপন মনে।নিজের অন্তরে আজ নিজেই নেই,
হারিয়ে যাচ্ছে সব অস্তিত্ব গুলো।
সত ব্যাস্ততার মাঝে নিজেকে বাচিয়ে রাখার,
সব চেষ্টা হলো ধুলো।কেন আজ সময়ের এতো নিষ্ঠুর স্বভাব,
সময়ের মুল্য বোঝার বরই অভাব।
কারো জন্যে কারো কাছে সময় নেই,
ব্যাস্ত নগরীর হারিলো সেই।
ESTÁS LEYENDO
কবিতার ছন্দে
Poesíaসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।