স্মৃতিভ্রংশ

0 0 0
                                    


ভুলামনে থাকি সারাদিন,
স্মৃতি হারাচ্ছি দিনদিন।

কিছুই কাজ করেনা,
মাথায় কিছু ধরেনা,
পানির ফাটা কলশির মতো,
মাথায় কিছু থাকেনা।

করিতে গিয়ে এক কাজ,
অন্য কিছু করি।
ভুলে যাওয়া কাজগুলো,
কিভাবে যে মনে করি।

চিন্তা শক্তি দিনেদিনে হ্রাস পাচ্ছে,
মস্তিষ্কোও হারাচ্ছে,তার কার্যকারী ক্ষমতা।
সময়ের আগেই হারিয়ে যাচ্ছে স্মৃতিশক্তি,
মন আমার,এই দুশ্চিন্তায় ভুগছে।

এক মুহর্তের নেই নিশ্চয়তা,
ভুলে যাচ্ছি দৈনন্দিন জীবিকার কথা।

পড়া লেখা,কিছুই মাথায় থাকেনা,
এই ভুলামনের কথা,
কেউ কেন বোঝেনা।

বোঝাতে বোঝাতে দিন যায়,
মস্তিষ্কোও আমার রেহাই চায়।
এত কিছু পারিনা রাখিতে,মনে,
চিন্তার অবকাশ নেই,এই বনে।

এই বয়সেই স্মৃতিশক্তির এই দূররূপ,
হবে কি তবে আমার,বয়সের শেষ সীমান্তে।
ভুলামন নিয়ে,ভাবছি সারাক্ষণ,
যাত্রা চলেছে অনাকাঙ্ক্ষিত প্রান্তে।

কবিতার ছন্দেWhere stories live. Discover now