আবেগহীন

0 0 0
                                    


সদরঘাটের এক বেঞ্চিতে,
একা বসে আমি।
ভাবছি নিজেকে নিয়ে,
কি কারণে, যানি।

সুন্যতার মাঝে হারিয়ে যাওয়া,
নিজেকে আবারো ফিরে পাওয়া।
এই ইচ্ছা জাগে মনে,
হৃদয়ের সব স্পন্দনে।

বুড়িগঙ্গা নদীর জলে,
ভাবছি কোনদিন, নৌকায় চোড়ে।
যাবো এক অজানা পথে,
ঘুরে বেড়াবো দিগন্ত জুড়ে।

কিছুক্ষণের জন্য হলেও,
হৃদয় তার পূর্ণতা ফিরে পাক।
মনের মাঝিরে মুক্ত করিলাম,
যেখানে মন চায় চলে যাক।

কবিতার ছন্দেOpowieści tętniące życiem. Odkryj je teraz