ছন্দ ছাড়া।

0 0 0
                                    


ছন্দে-ওছন্দে, লিখা, আমার কবিতা,
যেন নিথর হয়ে পড়েছে।
অগন্তুক-অযানা কথা গুলি,
যেন কবিতায় লিখা মন ভেঙেছে।

নিজের মনের কথা গুলি,
কবিতায় বলার জন্য।
নিজের ভাসায় লিখে সাজিয়ে তুলি,
জনমানবের বোঝার জন্য।

তুবু কেন আমার, কবিতার ঘরে,
ঝড়ের মতো পড়েছো।
আমার কবিতার ছন্দের পেছনে কেন,
উঠে পড়ে লেগেছো।

কেন বুঝোনা তুমি, আমার এই ছন্দ গুলো,
মনের কথা, চলিত ভাষায় সাজানো।
আমার মুখের ভাষা দিয়ে,
আমার কবিতা গুলা সাজানো।

কবিতার ছন্দেWhere stories live. Discover now