পুরান ঢাকা,যাকে বলা হয় আলোর শহর।
যেখানে রাত কখনো ঘুমায় না।
যার আনন্দ উদযাপন কখনই ম্লান হয় না।
দেয়ালে দেয়াল যেখানে ইতিহাসের ছোঁয়া,
যেখানে প্রতিটি রাস্তা এবং গলিজুরে রয়েছে,
যতোসব গল্প ও কাহিনী।
চারশতো বছরের পুরনো এই শহর,
যা বুড়িগঙ্গার তীর ঘিড়ে দাঁড়িয়ে রয়েছে।
শতাব্দি ঘিড়ে যেখানে বাণিজ্যের প্রাচুর্য বেড়েছে,
নানান স্বাদ এবং মশলার সুগন্ধ,
যার বাতাসে মিশে চারদিক ছড়িয়েছে।
যেখানে রয়েছে নানান স্বাদের খাবার,
যা বহু প্রাচীন কাল হতে,
তার নিজস্ব অস্তিত্বকে ধরে রেখেছে।
স্বাদ ও গৌরবের এই শহর,
যেখানে প্রত্যেক এলাকাজুড়ে রয়েছে,
নিজস্ব গল্প ও ইতিহাস।
কবি মনিশিরা যেখানে তাদের,
রুপকথাকে সাজিয়ে তুলেছেন,
যেখানে নানা কবিতা ও গল্প বুনেছেন।
এই সেই পুরান ঢাকা,
চার শতাব্দি পরেও যে তার অস্তিত্ব হারায়নি।
VOUS LISEZ
কবিতার ছন্দে
Poésieসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।