মানুষ একখান গিরিঙ্গিবাজ
যেখানে সেখানে ঝগড়া লাগায়,
কে যাবে আগে, সেই চিন্তাই করে বেড়ায়।বিশেষ করে বাঙালির যেই চরিত্র,
যেন কাদার মতো পবিত্র।
পিছে লেগে থাকে মানুষের,
বুঝি না, এতে সমস্যা কীসের।কারো ভালো যার চোখে সহে না,
নিজের চেয়ে ভালো মান,
কেউ কারো চায় না।স্বভাব যার এতো নীচু,
চলে অন্যের পিছু পিছু।
কী করে এগোবে সে,
যখন চাইছেই সে, অন্য কিছু।
YOU ARE READING
কবিতার ছন্দে
Poetryসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।