মাঝেমাঝে ভাবি হারিয়ে যাই,
হারিয়ে যাই কোন প্রান্তে।
স্রোতের মাঝে ভেসে আমি,
ভেসে যাই অজান্তে।কেউ আমায় বুঝিবেনা,বুঝিবেনা কেউ, জাগরণে।
আমার না বলা কথা গুলো,বসিবেনা সমাগমে।কবিতায় লেখা কথা গুলো,রয়ে যাবে চিরন্তন।
মনের সব ভাব গুলি,চিত্রে হবে অংকন।মাঝেমাঝে ভাবি উড়েই যাই,উড়ে যাই দিগন্তে।
না বলা কথা গুলো,রয়ে যাবে কোন গ্রন্থে।কোনদিন না ফিরে আসার,প্রতিশ্রুতি এই মঞ্চে।
প্রতিবাদি এই মন আমার,জলন্ত শিখায় পুড়ছে।হতভাগা, এই সমাজ আমার,আশংকায় ভুগছে।
স্বপ্নে মাখা ডানা গুলি,অনীহায় ভাঙছে।মাঝেমাঝে ভাবি নৌকায় চোড়ে,
ভেসে যাই বহু দূরে।
দূর এক অচেনা দেশে,
পারি জমাই সেই রাজ্যে।সমাজের এই বাধণ ভেঙে,পালিয়ে যাই, চিরতরে।
চিরকাল পালিয়ে বেড়ানোর,ইচ্ছা সঞে করে।বন্দী জীবনের ইতি টেনে,কারাগারের দার, ভেঙে।
হারিয়ে যাব,আমি এবার,দূর সেই অচেনা রাজ্যে।
YOU ARE READING
কবিতার ছন্দে
Poetryসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।