আহা, কী করুন পরিস্থিতি,
একদিকে প্রাণচঞ্চল পদচারণে মুগ্ধ জনতার ভিড়,
অপরদিকে খিদে তৃষনায়, ভুগছে মানুষ।
তলিয়ে গেছে সব সীমানার প্রাচীর।কারো ঘরে জ্বলছে বাতি, চলছে আনন্দ উপভোগ,
কারো ঘরে নেই আলো, নেই বিদ্যুতের সংযোগ।
জলের নিচে, লিপ্ত জীবন,
কেউ বা হারিয়াছে তার সম্পদ, কেউবা আপনজন।রাস্তাঘাট দব অদৃশ্য হয়ে গেছে,
জলের নিচে হারিয়েছে সব।
কেউ যাচ্ছে সাহায্যের হাত বাড়াতে,
তবে লোক দেখানোর খেলায় মেতেছে বাকি-সব।আসলে যার যায়, সেই বুঝে,
অন্যরা সব সুযোগ খুঁজে।
যেখানে রয়েছে, বন্যা আর প্রলয়,
সেখানে বাড়িয়াছে দুর্যোগের ভয়।
YOU ARE READING
কবিতার ছন্দে
Poetryসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।