বিশ্বাস ভঙ্গ

0 0 0
                                    


কেন যেন আজ, এতো অশহায়,
দিন শেষে আমি, নিরলস পাহারায়।

কেন যেন আজ, সময় এতো পিছিয়ে,
দিয়ে দাও আমায়, আমার, সময়টুকু ফিরিয়ে।

কেন যেন এইভাবে, করলে এই প্রতারণা,
এক ঢিলে ভেঙে দিলে, সব সম্ভাবনা।

কেন ভাসালে মিথ্যের মাঝে,
হয়তোবা শুধু তোমায় সাঝে।

ঘর হারা হয়ে তবু আমি,
মন হারা হয়নি যানি।

আবার আসবো ফিরে,
দেখা হবে আবার, আমায় নিয়ে।

সেইদিন আর কথার জালে,
আটকাবো না কোন ফাদে।

কবিতার ছন্দেWhere stories live. Discover now