আজব এই সংসারেতে

0 0 0
                                    

আজব এক সংসারেতে,
আটকে আছি মাঝখানেতে।
দিকদিগন্ত খুজে বেড়াই,
কাজে শুধু প্যাড়া খাই।

নৌকা আমার মাঝ নদিতে,
ভাসছি মোরা খড়া স্রতে।
ট্যেকা ট্যেকা করে মাঝি,
করিনা কিছু,বলে ঝাড়ি।

কি যে করি, ভেবে বেড়াই,
বুঝিনা তবে কোন পথে যাই।
কোন পথে যে,সঠিক হবে,
তাহারা শান্তি পাবে,তবে।

উচু দালে,নদির পাড়ে,
সব বাধাখান, আমার ধারে।
এই আশাতে,নৌকা বাই,
পথে ঘাটে বাধা পেড়াই।

অবাক এক দুনিয়ারে ভাই,
চোখ জুরানোর সময়ও নাই।
কেউ বলে, না আমি কি চাই,
যেখানে তাক করে,ওইখানেতে যাই।

যেখানে যাই ওইখানেতে,
করিনা কিছু,এই দিনেতে।
শুনেন ভাই,আর পারিনা,
কথা আপনার,আর মানিনা।

কবিতার ছন্দেWhere stories live. Discover now