স্বপ্নের শহরে ঢাকা।

0 0 0
                                    


স্বপ্নের শহর ঢাকা,
আজ পরে আছে অবহেলায়।
ধুষর রঙের চাদরে মুড়নো,
বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ আবহাওয়ায়।

সময়ের সাথে পরিবর্তণ হয়েছে,
প্লাস্টিকে মুড়নো সব জলপথ।
পরিষ্কার পানিয় জলের অভাবে,
দরজার কড়া নাড়ছে বিপৎ।

উচু মিনার আর অবকাঠামোর পেছনে,
নির্বুজের মতো দৌড়াতে-দৌড়াতে,
এই শহর তার চিরচেনা বৈশিষ্ট হারিয়েছে।
নির্বাক এই শহরে,সবুজের অভাব,
যেন চোখ,রাঙিয়েছে।

বিশাক্ত বাতাসে,আর পরিবেশের,
এ কেমন দুর্গতি।
বাতাসের এই বিশের প্রভাবে,
মস্তিষ্কো গুনছে অবন্নতি।

রাস্তাঘাটের যা অবস্থা
কোথাও মাথা গুজার ঠাই নেই।
জ্যামে-জঞ্জালে,সময়ের বিকাশ নেই।

সামান্য বৃষ্টিতে পায়ের নিচে সড়ক যায় হারিয়ে,
নজরকারে ভাস্যমান প্লাস্টিকের নগরি।
নিশির আলোয় পাহারায় দারিয়ে
যেন কোন নৈশ প্রহরী।

আহা এই স্বপ্নের শহরের,এই কি দূররূপ,
স্বপ্ন ভঙ্গের বেদনায়,ভুগছে পথচারী।
এই অনিবার্য অবস্থার যেন নিশ্তার নেই,
যেন কোন বিপর্যয়কর মহামারী।

কবিতার ছন্দেWo Geschichten leben. Entdecke jetzt