লোলুপ

0 0 0
                                    

চমৎকার এই দুনিয়া,
চমৎকার তার স্বভাব।
ভণ্ডামিতে মুগ্ধ মশাই,
মানুষত্তের অভাব।

চোখের শরম হারিয়াছে তাহার,
বহুকাল আগে।
পুকুর চুরিরোগে মশাই,
রাত্রি বেলা জাগে।

সমাজেতে নাম যার,
বড় বড় দাবি।
গণ্যমান্য ব্যক্তি মশাই,
পকেটও তার ভাড়ি।

কুড়ি কুড়ি করিয়া,
করিয়াছে লুটপাট।
বাইরে দিয়া ফিটফাট হলেও,
ভেতরে সেই,সদরঘাট।

টাকাকড়ি হাতে লইয়া,
লোভে হয়েছো কাবু।
শরম ধরম হারাইয়া এখন,
ধর্মের দোহাই দিও না বাবু।

বড় বড় নামের আড়ালে,
করিছো কাম চোরের মতো।
ধর্মের নাম করিয়া,
কুকর্ম ঢাকিছো যতো।

কথায় কথায় মিথ্যার জোয়ারে,
স্রতের মাঝে, ভাসিয়াছো নিজেরে।
অন্যের হক আত্মসাৎ করিয়া,
আয়নায় কি দেখিয়াছো নিজেরে।

হিংশা আর লোভে,
ভরিয়াছো নিজের মন।
যাইবার কালে থাকিবে না কিছুই,
অস্পর্শিত থাকিবে সব ধণ।

আয়নায়ও নিজেরে পাবে না খুজে,
বুক যে ভড়া নোংরামিতে।
সমাজের কাছে নাম কামিয়াছো,
কিন্তু মন ভরা ভণ্ডামিতে।

কবিতার ছন্দেDonde viven las historias. Descúbrelo ahora