অন্ধকার জগৎ,গভীর নিরবতা,
সবিই এখানে, লতা পাতায় ঢাকা।নেই কোন ভিড়, নেই কোন শব্দ,
শোনা যাবে শুধু, ঝিঝি পোকার কন্ঠ।সাপ বিচ্ছু আর ইদুরের বসবাস,
এখানে এদেরিই আদি নিবাস।প্রতিদিনই আসে নতুঞ্জন,
ওই জগৎে তারাই আপন।যনমানবহিন এই জায়গায়,
পড়ে থাকে সব অবহেলায়।রাত্রি হলে চাঁদ হাসে,
আকাশের কোলে,মহাশুন্যে ভাসে।
নিরবতা ও একাকিত্তের আড়ালে,
সব ভাবমূর্তি লুকিয়ে থাকে।এই নিরবতা আর নিষঙ্গতা,যেন প্রমান করে,
যেতেই হবে একদিন না ফেরার পথে।
হোক সেটা আগে বা পরে,
যেতে হবে সেই একি নৌকায় চোড়ে।জীবনের এই এক চিরন্তন সত্য,
যে এসেছে,এবং যা আসছে,
সবাই একি যাত্রার সাথি।
যেতেই হবে সেইদিন,
যেইদিন আসবে,সেই কালো পাখি।অন্ধকার জগৎ,গভির নিরবতা,
অন্থহিন এই, নিরব নিস্তব্ধতা।
YOU ARE READING
কবিতার ছন্দে
Poetryসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।