সমাজের অধঃপতন!

0 0 0
                                    


এই নিশ্য, সমাজে, আশাহীন হয়ে যাই।
পঙু, এই সমাজ, আগুনে পুড়ে ছাই।

নেশার ছোবলে আক্রান্ত, আমাদের, যুব সমাজ।
অনাথের মতো অবহেলায়, ভুগছে দিন-রাত।

নিশ্য এই সমাজে, ধর্মের নাম করে।
ছুটেছে সবাই এখন, ভন্ড লোকের পথে।

অবিচারের এই মঞ্চে, নাটকের মতো সেজে।
মিথ্যাচারের হাত ধরে, সহিংসতার পথ বেছে।

ভেজাল আর জঞ্জালে ভড়া, এই মিথ্যের সমাজে।
আশাহীন হয়ে যাচ্ছি প্রতিদিন,
সরলতার পথ হারিয়ে।

কবিতার ছন্দেOù les histoires vivent. Découvrez maintenant