নারীর অধিকার!

0 0 0
                                    


চল চল করিয়া সমাজ যায় এগিয়ে,
তবু কেন সমাজেতে নারীরা পিছিয়ে।
পুরুষ-নারী উভয়েই মানুষ সমান,
তবু কেন সমাজেতে এতো ব্যবধান।

সমাজেতে নারীর হাত, কোন অংশে কম নয়,
অযুহাতের দিন শেষ, রেখোনা কোন সংশয়।
নারী, সমাজেরই এক গুরুতর অংশ,
অধিকার মানে না যে, হোক তার ধ্বংস।

বিদেশি মাটিতে যাহার সমান অধিকার,
নিজ ঘরে, কেন এতো বৈষম্যের শিকার।
কেনরে বুঝিনে সবে, নারী কোন বোঝা নয়,
অধিকার বুঝিলে সে যে, করিবে যে স্বপন জয়।

সমাজেতে অবহেলা করিলো যাহারে,
দিন শেষে ফিরিবে তাহারই ঘরে।
দুর্বল নয় তারা, বঞ্চিত অধিকার,
অন্ধ এই সমাজেরে জানাইবো ধিক্কার।

অত্যাচার-নিপীড়নে পুড়িলো স্বপ্ন যাহার,
সমাজে সমান ভাবে, প্রয়জন আছে তাহার।
তবুও যে বঞ্চিত সম্মান আর অধিকার,
অন্ধকার এই সমাজেতে নামিবে হাহাকার।

সমাজেরই গাড়ি, হয় যদি এগোতে,
নারী-পুরুষ উভয়েরই হতে হবে সক্ষম।
যদিও বা এক জাতি, রয়ে যায় পিছিয়ে,
সমাজেরই গতি হয়ে যাবে অক্ষম।

কবিতার ছন্দেWhere stories live. Discover now