কাতারেই নই।

0 0 0
                                    

আমি কোন কাতারে পড়ি, তা আমি জানি না।
আমি জানি, সবাই সমান,
আমি কোনো জাতপাত মানী না।

আমি কোন কাতারে পড়ি, তা আমি জানি না।
আমি সকল শ্রেণির মানুষকে শ্রদ্ধা করি,
আমি কোনো শ্রেণি-পেশা মানী না।

আমি কোন কাতারে পড়ি, তা আমি জানি না।
আমি সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখি,
আমি কোন ভেদাভেদ মানী না।

আমি কোন কাতারে পড়ি, তা আমি জানি না।
আমি মানুষত্তে বিশ্বাসী,
আমি কোন উপরনীচ মানী না।

আমি কোন কাতারে পড়ি, তা আমি জানি না।
কারো চোখে আমি নাস্তিক,
কারো চোখে আমি রাইট,
আসলে কে যে সঠিক, তা আমি জানি না।

আমি অন্যায় মানী না,
হোক না কণ্ঠে, কিংবা বাক্যে,
আমি প্রতিবাদ ছাড়ি না।

আমি কোন কাতারে পড়ি, তা আমি জানি,
স্রোতের সাথে আমি চলি না।

কবিতার ছন্দেWhere stories live. Discover now