সকালেতে উঠিয়া, হয় ক্লাসে যাইতে,
সারাদিন,সারাবেলা পারিনা ঘুমাইতে।
পড়ার চাপে নাজেহাল,
মাথা চাপে বেহাল।যাইতে-যাইতে সোনা,
মুখে লাগে নোনা ঝোনা।
আসিতে-আসিতে খোকা,
খাই শুধু, বকা শোকা।শুরু হতে সময় শেষ,
আসতে আসতে দিন শেষ।
কি ভাবে যে, কি করি,
আমার দুঃখ কারে বলি।মাথা কাজ করে না,
পড়া কিছু ঢুকে না,
সব কিছু আকা ব্যাকা,
করে শুধু মাথা ব্যাথা।আকাশেতে তাকিয়া,
কতো কথা বলিয়া,
মনের স্বাদ মিটিয়া,
আসিব জগৎে ফিরিয়া।আধা পাকা ঘুমেতে,সকালে ক্লাসে বসিয়া,
মাথা করে গ্যাং গ্যাং এত কিছু শুনিয়া।
চাপের মুখে সারাদিন,
ভাবছি তবে, আরও কয়দিন।দিন শেষে ক্লান্ত, মন থাকে ওশান্ত।
পা আমার চলে না,মাথা কাজ করে না।
সারাদিন সারাবেলা,
মেসিন রুপে পথচলা।এতো রাস্তা পাড়ি দিয়া,ক্লাসে আমারে যাইতে হয়।
সইতে সইতে এতকিছু ,রইছে যতো সংশয়।
সব কিছু মানিয়া,নিজেকে বুঝাতে হয়,
মানুষ আমি, মেসিন নয়।ক্লাসে থাকি দিশেহারা,
স্রাবণেতে মনহারা।
বসে থাকি সারাক্ষণ,
পাই না খুজে কুল কিনারা।কবিতার হাত ধরে,
মনের কথা বলছি।
কবিতার এই ভাষা আমি,
মনে প্রানে গাইছি।
YOU ARE READING
কবিতার ছন্দে
Poetryসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।