বার বার ভাঙা, স্বপ্নের মাঝে,
নিরব হয়ে হারাবো, আমি।
স্বপ্নের আকাশে, মেঘ হয়ে,
বাতাসের বেগে ছুটবো, আমি।কেন তবু এতো একা, লাগছে আমায়,
মন টিকে আছে শুধু, দুর্লভ একটি আশায়।
জলন্ত আগুনে জলছে, জলছে প্রতিরাত,
স্বপ্নকে ধরে রাখার, চেষ্টা প্রতিবার।স্বপ্ন ভাঙার এই কষ্ঠ নিয়ে, জলছি প্রতিদিন,
স্বপ্ন পূরণের অঙিকার আমার, চেষ্টা সীমাহীন।মন আমার অশান্ত হয়ে, ঝুলছে কিনারায়।
আশা পূরণের অঙিকার নিয়ে,
বসে আছি, অপেক্ষায়।অপেক্ষা করে আমার, মন গেল উন্মাদ হয়ে,
স্বপ্ন গুলি আবার, ডাকছে উত্তাল হয়ে।স্বপ্ন ভাঙার এই কষ্ঠ নিয়ে, জলছি প্রতিদিন,
স্বপ্ন পূরণের অঙিকার আমার, চেষ্টা সীমাহীন।স্বপ্নের মাঝে বাসা বেধে,
আশার আলো, দেখছি আমি।
মনের মাঝে ভয় ভেঙে,
স্বপ্ন পূরণ হতে, দেখেছি আমি।তবুও কেন মনে, ভয় ভিতি ছড়িয়ে,
স্বপ্ন ভাঙার আশংকা নিয়ে, নিরাশা জরিয়ে।স্বপ্ন ভাঙার এই কষ্ঠ নিয়ে, জলছি প্রতিদিন,
স্বপ্ন পূরণের অঙিকার আমার, চেষ্টা সীমাহীন।
ŞİMDİ OKUDUĞUN
কবিতার ছন্দে
Şiirসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।