নানা জাতের,নানা রঙের,কাতান শাড়িতে,
সাজিয়াছে রমণীরা,সাজবাড়িতে।
প্রেসেন্টেশন দিতে হবে,আজ আমারে,
ঘ্রাণে ঘ্রাণে,ভাসছে ভোমর,ফুলের বাহারে।আশেপাশে দানেবামে কতো জাতের ফুল,
মায়াবি রুপে মাতওয়ারা হয়ে,
করিলাম কি ভুল।
এতো সুন্দরভাবে,সেজেছে যে নারী,
লাগছিল যেন কোন ডানাকাটা পরী।ঘণ কালো,চুলের বাহার,
নানা রুপের,পরীর বাগান।
তোমার আমার,আমার তোমার,
ঘুরবো মোড়া ফুলের বাগান।লাল শাড়ি,সাদা পাড়ে,
আসিলো যে কাছে,
ঘুরে ঘুরে,সিট না পেয়ে,
বসিলো আমার পাশে।
আহা কি সুন্দর যে,
লাগছিল যে তারে,
এমন রুপে পাগল না হয়ে,
কে থাকিতে পারে।কালো চোখের,দিকে তাকিয়া,
এক দৃষ্টিতে আমি,
চেষ্টা চালিয়েও চোখ সড়াতে,
পারিনা,কেন যানি।
প্রেসেন্টেশনের ওই দিনেতে,
টেনশনেতে ছিলাম,
লাল শাড়ির রমণীরে,
মন যে আমার দিলাম।
YOU ARE READING
কবিতার ছন্দে
Poetryসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।