বৃষ্টি ভেজা, এই সড়ক জুড়ে,
কেমন যেন এক নিস্তব্ধতা জোড়িয়ে রয়েছে।
হতে পারে ঘড়ির কাটা কিংবা বিষন্নতা,
সবই যেন তাকিয়ে রয়েছে।
যেন ফিসফিস শব্দ করে কেউ কথা বলছে।
যেন বলছে অবাস্তবই সত্য।
একাকিত্বের মাঝে যেন,
অস্তিত্ব বিহিন এক অবায়োবের উপস্থিতি।
এ যেন হার হিম করা অনুভূতি,
যেন রাতের অন্ধকারে সব যেগে উঠেছে।
ভেজা মাটির ঘ্রানের আধারে,
এক অন্নরকম গন্ধের হাতছানি।
যেন সদ্য জালানো ধুপের গন্ধ,
কে যেন ডাকছে আমায়,
যেন চির পড়িচিত কোন আত্মীয়।
আবেগ প্রবল এক কন্ঠে কে যেন কাদছে,
যেন বলছে,তার অসমাপ্ত ইচ্ছের কথা।
YOU ARE READING
কবিতার ছন্দে
Poetryসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।