ঘরবন্দি জনজীবন।

0 0 0
                                    

নাই নেট, নাই অফিস।
শুধু মাথার ভূত করে ফিসফিস।
নাই কাজ, নাই টেনশন,
যেন জনমানবহীন এক স্টেশন।

আজব এক পরিবেশ,
বাহিরে কারফিউ, তবুও লোকের ভিড়।
সবাই মিলে একত্রে দাঁড়িয়ে,
যেন পাহাড়ায় আছে কোন সীমানার প্রাচীর।

প্রশান্তির ঘুম গেছে হারিয়ে,
যেখানে সেখানে হাহাকারের অগ্নিশিখা।
কবে জানি ফিরিবে তার চিরচেনা রূপে,
সেই ইচ্ছায় এখন হয়েছে আকাঙ্ক্ষা।

তবে কিছু একটা ভালো,
হয়েছে যে তবে।
পুরোনো দিনের মতো গুটিকয়েক মুহূর্ত,
ফিরিয়ে এসেছে সবে।

এখন শুধু অপেক্ষা, সব ঠিক হয়ে যাবার,
কিছু না হোক,আগের মতো,
শান্তির জীবন ফিরে পাওয়ার।
এই লক্ষ্যে আজ নিচ্ছি বিদায়,
সবাই ভালো থাকবেন এই মোর চাওয়া।

কবিতার ছন্দেWhere stories live. Discover now