চক চক করিলে সব সোনা হয় না,
দূর হতে সব কিছু বোঝা যায় না।
চোখে দেখা সব কিছু সত্য হয় না,
এই সত্যের আড়ালে থাকা কথা,
ভাবা যায় না।নৌকায় চোড়ে স্রোতের তান,মাপা যায় না,
ভড়া পেটে খুদার্থের কথা,বোঝা যায় না,
তবুও মানুষ না বুঝে মন্তব্য করা, ভুলে না।দুর থেকে কারো অবস্থা ভাবা যায় না,
সুখ দুঃখ কিছুই আঁচ করা যায় না।
মাঝেমাঝে তাই সত্য মিথ্যার পার্থক্য,
বোঝা যায় না।যার গা তার ব্যাথা,
অন্যেরা সব বলে কথা।
তাই না জেনে না বুঝে কোন মন্তব্য না করি,
নিজেরে দেখিয়া,সোজা পথে চলি।
KAMU SEDANG MEMBACA
কবিতার ছন্দে
Puisiসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।