একদিন গোধূলির বেলায়।

1 0 0
                                    


সবে মাত্র আকাশের গায়ে,
কমলাময়ই ,রঙের চাদর লেগেছে।
গোধূলির বেলায় উষার আলো,
ছেলেখেলায় মেতেছে।

বাস-খানা,সোজা এক টানে চলেছে,
যেন কালকের কোন অবকাশ নেই।
ধিরে ধিরে উষার আলো,
ওই কমলাময় চাদরের কোলে,ঝরে পড়েছে,
যেন আলের দার প্রান্তে আর কেউ নেই।

এই দীর্ঘ পথে,সঙি হয়ে,
চলছে যে এক,লাল বিত্ত।
যেন বহুকাল পরে,
সঙিকে সাথে পেয়ে দুর হবে একাকিত্ত।

এক নাগালে চলেই যাচ্ছে,
যেন বলতে চাচ্ছে,তার অসমাপ্ত গল্পের কথা।
যতই বলিছে শেষ হচ্ছে না,
যেন গল্পগুজবের আড়ালে বলে যাচ্ছে,
মনে জমে থাকা সব দূঃখ -বেদনা।

দীর্ঘ এই যাত্রার পথে,
সেই রোমাঞ্চকর লাল বিত্তটি একান্ত ভাবে,
মনোমুগ্ধকর এক অসাধারণ,
দৃশ্য স্থাপন করে যাচ্ছে।
যেন অসাধারণ কোন রুপকথার জগতের খোজে,
দিবা রাত্রি সন্ধান করে বেড়াচ্ছ।

কি অপরুপ সৌন্দর্যের এই দৃশ্যে,
যেন জলন্ত আগুনের কোন শিখা,
উত্তাল হয়ে,বিত্তের রুপ ধারণ করেছে।
যেন রঙিন এই দুনিয়ার মায়াবি রুপের আলো,
এই সূমহান বিশ্ব দরবারে ছড়াচ্ছে।

কবিতার ছন্দেNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ