রক্তে রঞ্জিত এই শহর,
অসহায় তার ছাত্র সমাজ।
গুলিতে বিচ্ছিন্ন জনপদের মাঝে,
আতঙ্ক করিছে বিরাজ।চারোদিকে হাহাকার,
তবু টনক নড়ে না কারো,
রক্তের দাগ মুছে নি এখনো,
ঝাঁকে ঝাঁকে লাশ হয়েছে জড়ো।আহা, কি অবস্থা এই জাদুর শহরের,
কেমন এই পরিস্থিতি।
রক্ত ও প্রাণ দিয়েছে যারা।
তোমাদের নামে বীরের গীতি।
YOU ARE READING
কবিতার ছন্দে
Poetryসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।