যাচ্ছে দিন।

0 0 0
                                    


যায় দিন, ভালো যায়।
আসে দিন, না হয় ভালো,
যদিও বা ভালো হয়,
দিবা-রাত্রি জলে না আলো।

এক যে ছিল সময়,
মুঠোফোন-ট্যাবলেট মুক্ত জীবন।
আপন জনের সাথে কথা বলিয়া,
রাত্রি করিত যাপন।

মন ছিল পরিষ্কার,
ছিল না কোন ভয়।
কুচিন্তা বিহীন সময়ের সাথে,
হতো না কোনো সংশয়।

দিন গুলো হারিয়ে গেছে,
তবে রয়েছে মধুর স্মৃতি।
পুরোনো দিনের স্মৃতি চরণ করিয়া,
দেবো মোর পরিচিতি।

কবিতার ছন্দেOnde histórias criam vida. Descubra agora