অশান্ত মন!

0 0 0
                                    


কেন জানি মন অশান্ত হয়ে রয়েছে,
যেন কোন অঘটন হওয়ার সংকা,
মনে কাটার মতো,বেধে গেছে।

কেমন যেন এক অস্থিরতা বিরাজ করছে,
যা সামান্যক্ষণের জন্যও থামছে না।
যতই চেষ্টা চালাচ্ছি,
মনকে বোঝাতে পারছি না।

এই অস্থিরতা কিছুতেই কমছে না,
যেন কোন জলন্ত আগ্নেয়গিরি,
উত্তাল হয়ে,ক্রমেই বেড়ে চলেছে।
যেন একবার বের হতে পারলেই,
আর থামবে না।

কি যেন এক অচেনা অজানা কারণ বসতো,
মনে চিন্তার ঢেউ,
ঘুরনির মতো ঘুরপাক খাচ্ছে।
এই অজ্ঞাত চিন্তায়,মনের অশান্ত ভাবটি,
ক্রমেই বেড়ে যাচ্ছে।

অজানা,এই রোগে আক্রান্ত এই মনে,
নৌকা সারাক্ষণ শুধু হাবুদুবু খাচ্ছে।
অশান্ত মন নিজেকে শান্ত করবার জন্য,
সর্বক্ষণ শুধু এই রোগের সমাধানের লক্ষে,
ঔষদ খুজে বেড়াচ্ছে।

কবিতার ছন্দেWhere stories live. Discover now