মানবতার অবক্ষয়

0 0 0
                                    

জীবন বড়ই নিষ্ঠুর,বর্বরতা সেখানে,
মানব প্রানের মুল্য,কমেছে যেখানে।

মুহুর্তে মুহুর্তে পালটে যাচ্ছে,
সমর্পকের গুরুত্ব,
হাহাকারের এই মঞ্চে,
কমেছে জীবনের মহত্ব।

ঝাকে ঝাকে,তৃর্থের কাকের মতো,
সুযোগ সন্ধানির অভাব নেই।
পেছন থেকে আক্রমণ করবার মতো,
মেরুদন্ড বিহিন,মানুষেরও কমতি নেই।

আপন ঘরে,আপসহীন ভাবে,
হিংস্র শিয়ালের মতো থাবা দাওয়ার জন্য, অপেক্ষামান মানুষের লাইনের কোন শেষ নেই।

সত্য যেখানে,দিনে দিনে মুল্যহিন হয়ে যাচ্ছে,
সেখানে সত্যবাদীর প্রয়জন নেই।
মিথ্যার জাহাজে চোড়ে,
পথচলা ব্যাক্তিদের সংখা যেখানে বাড়ছে,
সেখানে সততার মুল্য নেই।

মৃত মানুষের মতো,
সত্যকে আলিঙ্গন করার জন্য,
সাহসের অবসান ঘটেছে যে দেশে,
আমরা মানুষ নই,পিশাচ সেজেছি ভেশে।

কার জন্য নেই কার সময়,
উপকার করবার জন্য,
মনে আসে সংশয়।
সত্য মিথ্যার ব্যবধানে,
জন্মেছে যতো ভয়।

আজ মানুষ বড়ই নিষঙ্গ,
দুর্নিতি প্রতিফলিত হয়,যার প্রতিমায়।
হতভাজ্ঞ এই জাতি,
ডুবেছে লোভের মায়ায়।

আসলেই কি আমরা মানবসন্তান,
সৃষ্টির সেরা যিব।
নাকি কোন নরপিশাচ,
যে বেড়িয়েছে নিভিয়ে প্রদিপ।

অবাক হয়ে হতভম্ব হচ্ছি,
মানবতার এই নির্মম রুপ দেখে।
বিরক্ত বোদ করছি,
কথায় নেমেগেছি,তা দেখে।

হাজারো জীবের ধংশের কারণ,যে জাতি।
করেনি ধিধা কোনদিন,
আজ কালের পরিবর্তনে,
ধংশের সাক্ষি হতে চলেছে,এই জাতি,
চেষ্টা চালাচ্ছে সিমাহিন।

কবিতার ছন্দেDonde viven las historias. Descúbrelo ahora