মাঝেমাঝে ভাবি, পাখি হয়ে যাই,
পুর্ব-গগনে, উত্তাল আকাশে উড়ে বেড়াই।
না-থেমে,ডানা মেলে,
খোলা আকাশে ঘুড়ে বেড়াই।বাতাসের সঞে পাল্লা দিয়ে,
উড়ে বেড়াই আকাশে।
গতির সাথে,পাখা মেলে,
দোল খেলি বাতাসে।বাঁধন হারা হয়ে,উন্মাদের মতো,
নিজেকে যে,খুজে বেড়াই।
হারিয়ে যাওয়া সেই উৎফুল্ল মনকে,
খুজে পাবার চেষ্টা চালাই।বাতাসের বেগে ছুটে চলি গগনে,
সুদর্শন এই জগৎকে,ধরে রাখি নয়নে।সব ব্যাথা-বেদনাকে উপেক্ষা করে,
নতুন করে বাচতে শিখি।
আকাশের কোলে ডানা মেলে,
মনখুলে উড়তে শিখি।মাঝেমাঝে ভাবি পাখি হয়ে যাই,
মনের খুশিতে ঘুড়ে বেড়াই।
যেখানে চোখ পড়ে উড়ে যাই সেখানে,
যেন চিরোস্থাহী শান্তি খুজে পেলাম জীবনে।
ESTÁS LEYENDO
কবিতার ছন্দে
Poesíaসমাজের নানা বাধা বিপত্তি নিয়ে লেখা কবিতার বই, আশা করি আপনাদের ভালো লাগবে।