১{আপনজন }

35 2 1
                                    

কোন এক সিন্গ্ধ বিকেলে
আমায় ডেকেছিলে মেঠো পথের বাঁকে,
পথ চলতে চলতে অনেক কথা,
নিরবে হাতে হাত
তারপর ;
মেঠো পথ ধরে হেঁটেছি কতটা পথ,
মনে নেই।
এ যেন ভালোবাসার শান্ত ছায়ায়
দুটি পাখির বাঁধনহীন বিচরণ,
বাস্তবে ফিরে এসে তোমাকে
বড় অচেনা মনে হলো,
চাঁদের রূপালি মায়ায়।

ফেরার পথে ঐ দূরে দাঁড়িয়ে থাকা
তোমাকেই মনে হলো,
খুব কাছের কেউ;
আমার আপনজন!

বাংলা কবিতা Where stories live. Discover now