এক ফালি চাঁদের এক চিলতে আলোয়
কখনো মুখোমুখি, হাতে হাত রাখা,
হৃদয়ের খুব কাছাকাছি ;
নিঃশাস-প্রশ্বাসের শব্দ মাত্র
উপন্যাস বা কবিতায় লিখা হয়নি
এমন কিছু প্রেম, কিছু আশা, আগামী জীবনের স্বপ্নবুনা।
আবার কখনো.......
কাছে না পাওয়া, দু ফোটা উষ্ণ জল,
বাতাসে দীর্ঘশ্বাস ; অনুভবে বেদনা
আধো আধার আধো আলোয় উড়ে চলা নিঃসঙ্গ এক গাংচিল।
August 16th, 2002).
ESTÁS LEYENDO
বাংলা কবিতা
Poesíaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...