জীবন মানে নয় ধোকায়
হারিয়ে জয়ী হওয়া,
নয় মিথ্যাচার,
নয় জ্বালবুনা
নয় হরণ অধিকার।জীবন মানে নয় শুধু সংসার দু'জনার,
সবাইকে ভালোবাসবার,ভালো রাখবার
সূক্ষ্ম মন্ত্র দায়বদ্ধতার।জীবন মানে যুগ যুগ ধরে
কত-শত মহীয়ান-মহীয়সীর
মূল্যবান সময়ের বলিদান
যা মানুষের জন্য কল্যাণকর , অবিনশ্বর।জীবন মানে নষ্টালজিক আঁকড়ে বাঁচা,
জীবন মানে এগিয়ে যাওয়া,
এগিয়ে দেয়া,
এগিয়ে নেয়ার লড়াইয়ে জেতা;
জীবন মানে স্বপ্ন হাজার।
(10th march, 2023)
Friday 10:36pm.
YOU ARE READING
বাংলা কবিতা
Poetryনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...