তুমি আমার প্রথম ভোর,
তুমি বর্ষায় ঝরে পড়া বৃষ্টির রিমঝিম সুর,
তুমি আমার প্রথম কবিতা;তুমি আমার কবিতায় অনিন্দ্য সুন্দর বাংলার সবুজ প্রান্তর।
তুমি ভোরের আকাশে উড়ে যাওয়া শ্বেত বলাকা,
তুমি নরম ঘাসের উপর টলমল শিশির কণা,
তুমি ঝরনার বুকে নিঃশব্দে ঝরে পড়া পাহাড়ি ফুল;
অসংখ্য ঢেউয়ের মাঝে জাগিয়ে তোলো ছন্দের হিন্দোল।
সবুজে ঘেরা দূর পাহাড়ের মতই তোমার আকর্ষণ ক্ষমতা,
ঘোর অমানিশার মতোই তোমার রহস্যময়তা,
তুমি আমার আশা-ভালোবাসা,অমর সৃষ্টি;
হৃদয় ক্যানভাসে আঁকা দুর্লভ ছবি।
(It was my first poem, 1995)
YOU ARE READING
বাংলা কবিতা
Poetryনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...