৫০( মেয়েটি/ছেলেটি )

0 0 0
                                    

যখন তোমায় ভাবি,(মেয়েটি )
আমি যেন এক চঞ্চল হরিণী,
বয়স যার মাত্র কুড়ি।

যখন তোমার পানে চাই,(ছেলেটি )
হৃদয় তরঙ্গে কম্পাঙ্কের
শব্দ শুনতে পাই।

যখন তোমার স্পর্শ অনুভব করি(মেয়েটি )
বীভৎস জীবন ভুলে
সুখ জীবন ভেলায় ভাসি।

যখন বাস্তবে ফিরি,(মেয়েটি )
বিদ্রুপের হাসি ঠোঁটের কোণে,
তুমি কুৎসিত, জীবনের অর্ধেকটা সময় পার করেছ;
যুদ্ধে জেতা সৈনিকের মত
বলবে না কেউ "হাতটা ধরো"
বলবেনা : "কোথায় ছিলে এতদিন
খুঁজেছি তোমায় কতদিন
অবশেষে পেলাম এই অবেলায়"।

(২২শে-ফেব্রুয়ারি,২০২৩ইং )
বুধবার-১১:৪৫মি:
উৎস্বর্গ :(সেই সব নারীদের জন্য
যারা যন্ত্রনাকে সঙ্গী করে আজও
স্বপ্ন দেখার সাহস করে )

বাংলা কবিতা Opowieści tętniące życiem. Odkryj je teraz