যেন কত যুগ, কত বছর ধরে দেখি নাই তোমারে
আরো কাছ থেকে দেখিবার, জানিবার তেষটা আজও মিটে নাই, মিটবারও নয়
তুমি যে বড় সরল,কোমল,মমতাময়ী আমার মায়ের-ই মতন।
প্রভাতে তুমি ঘন সবুজ,
দুপুরে ফ্যাকাশে,
রাতের আঁধারে বিশাল আর জমকালো,
মিশে থাকো আকাশে।
কি নাম দেব..... প্রকৃতি,অরণ্য না বৃক্ষ?
যখন দেখি শূন্য চারিপাশ
তখন কেবলই তোমারই দেখা মেলে
দু 'চোখ ভরে তোমাকেই দেখি
আর ভাবি;কেউ তোমায় কষ্ট দেয় না
ভুল বুঝেনা।
মানুষ অমানুষ হয়, জীবন ধোকা দেয়
তুমি নও........
শুধু নিরবে যাও বিলিয়ে শান্তির পরশ।
(October15th, 2022).
CZYTASZ
বাংলা কবিতা
Poezjaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...