কোথা যাব আজ জানিনে সখা জানিনে শুধু জানি,
আজি এ-বসন্তে মিলন মেলায় মেতে
সবুজ মালায় জড়িয়ে,
ভালোবাসার সবুজ রঙে রাঙিয়ে সখা নিয়ে যাব তোমায়;
আগুন লাগা শিমুল পলাশের বনে।
বিকেলের নরম রোদের ছোঁয়া নিয়ে,
সবুজ হাওয়ায় ভিজে ভিজে
নীল সীমানা ছাড়িয়ে,
সাদা মেঘের দেশে পৌঁছে যাব;
পরিচিত শহর কোলাহল ছাড়িয়ে দূরে আরো দূরে ভালোবাসার অচিনপুরে।
ESTÁS LEYENDO
বাংলা কবিতা
Poesíaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...