২৯( ভালোবাসার অচিনপুর )

6 1 0
                                    

কোথা যাব আজ জানিনে সখা জানিনে শুধু জানি,
আজি এ-বসন্তে মিলন মেলায় মেতে
সবুজ মালায় জড়িয়ে,
ভালোবাসার সবুজ রঙে রাঙিয়ে সখা নিয়ে যাব তোমায়;
আগুন লাগা শিমুল পলাশের বনে।
বিকেলের নরম রোদের ছোঁয়া নিয়ে,
সবুজ হাওয়ায় ভিজে ভিজে
নীল সীমানা ছাড়িয়ে,
সাদা মেঘের দেশে পৌঁছে যাব;
পরিচিত শহর কোলাহল ছাড়িয়ে দূরে আরো দূরে ভালোবাসার অচিনপুরে।

বাংলা কবিতা Donde viven las historias. Descúbrelo ahora