৪৩(প্রতীক্ষার শেষ কোথায়? )

0 0 0
                                    

একটা সময় তোমার ভালোবাসা
পাওয়ার প্রতীক্ষায় ছিলাম
জীবনের প্রতিটি মোড় ঘুরানো গল্পে
তোমায় পাবো; প্রতীক্ষায় ছিলাম।

প্রতীক্ষায় ছিলাম
কবে তোমার বউ হবো?
আরও আপন করে পাবো
বউ হলাম কিন্তু ;ছোট্ট সুখের নীড়
হলোনা বাঁধা।

চলে গেলে দূর দেশে
শুরু হলো আবার প্রতীক্ষার পালা
এ প্রতীক্ষার শেষ কোথায়?

বাংলা কবিতা Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ