ভুলে যাও যদি কোনদিন.........
ভেঙে যাবে স্বপ্নে বেঁধেছিলাম যে ঘরখানি
মনের খাঁচায় পুষেছিলাম যে সুখগুলো
যে বাঁধনে বেঁধেছিলাম তোমায়।
ভুলে যাও যদি কোনদিন.............
অন্য কোন ভালোবাসা খুঁজবে না মন
রাতের বৃষ্টির কাছে চাইবে না উষ্ণ সুখের আলিঙ্গন।
ভুলে যাও যদি কোনদিন..........
নিঃশব্দে চলে যেও আমার অজান্তে,
ভালোবাসার নতুন ঠিকানায়
আমি শুধু জানবো আমার অস্তিত্বে তুমি আছো, থাকবে
সেখানে তোমার ভালোবাসাগুলো জ্বালাবে পুড়াবে সারাক্ষণ।
ভুলে যাও যদি কোনদিন........
হারাবো আমার খোলা আকাশ,পাহাড়, সবুজ অরণ্য, আর আমার আমি- কে!!!
(March19th 1996)
ESTÁS LEYENDO
বাংলা কবিতা
Poesíaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...