বিন্দু বিন্দু ভালোবাসার শিশির ঝরছে
তোমার খোলা বারান্দায়,
তোমার চোখ-মুখ
এক বন্য প্রেমে ঝলমল করছে,
দেখা হলোনা তোমায়।বসন্ত এলো বলে
এলোমেলো হাওয়ার নাচন
আম, কাঁঠাল,নারিকেলের পাতায় পাতায়
এক পশলা বৃষ্টির আশায়।ঘন ঘন বিদ্যুৎ চমক,
ঝরো ঝরো বৃষ্টির শব্দ
আর ;
নিভু নিভু প্রদ্বীপ জানালো
ঝড় জলের এই জটিল রাতে
মেঘ সরে গিয়ে জোছনাদের
গলে পড়ার কথা ;
কোন এক অজানা ভালোবাসার টানে
গভীর মমতায়।
(March 5th 2023).
ESTÁS LEYENDO
বাংলা কবিতা
Poesíaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...